গতকালের বৃষ্টি তে পন্ড হলো দিল্লি ও হায়দ্রাবাদের খেলা ,জমে উঠলো প্লে অফে ওঠার দৌড়

গতকাল হায়দ্রাবাদের মাঠে আইপি এলের হায়দ্রাবাদ বনাম দিল্লির খেলা টি বন্ধ হয়ে যায় বৃষ্টির জন্য ।প্রথমে
ব্যাট করে দিল্লি করে ১৩৩ রান ৭ উইকেটে । তাদের হয়ে সর্বাধিক রান তোলে স্তাবস ৪১*( ৩৬),আশুতোষ করে ৪১ (২৬)। প্যাট কামিংস ১৯বলে ৩ উইকেট নেন । তার পর বৃষ্টির জন্য হায়দ্রাবাদ ব্যাট করতে পারেনি ,দুই দল ১ পয়েন্ট করে পায় । ১১ ম্যাচে দিল্লির পয়েন্ট দাঁড়ালো ১৩ এবং নাইট রাইডার্স য়ের ১১ ম্যাচে ১১ পয়েন্ট ।