বেশির ভাগ শৌচালয় ব্যবহার করার জন্য চাকরি গেলো

তথ্য প্রযুক্তি সংস্থা স্পেসএক্সের এমপ্লয়ি ডগলাসের দাবি শারীরিক অসুস্থতার কারণে,তিনি একটু বেশি শৌচালয় ব্যবহার করতেন ।ডগলাসের দাবি তিনি শৌচালয়ের কত সময় কাটাচ্ছেন তার হিসাব রাখা হতো ।১০ মিনিটের বেশি হলে কৈফিয়ত চাওয়া হত ।এই বিষয়ে তাকে চাকরি থেকে সরানোর হুমকি দেওয়া হয়েছিল । তার পরে তিনি চিকিৎসকের নথিপত্র সহ অফিস কে জমা দিলেও তাকে বরখাস্ত করা হয় । তিনি বিচার ব্যবস্থার দ্বারস্থ হয়েছেন ।