নূর খান এয়ারবাসের হামলার পিছনে নেপথ্যের কারিগর ছিলেন ভারতের প্রধান এয়ারমার্শাল

RAWALPINDI, PAKISTAN - MAY 10: Pakistani security forces are seen outside Nur Khan Air Base, where an Indian missiles struck in Rawalpindi, Pakistan, on May 10, 2025. India launched surface to air missiles on three air bases in Pakistan. The army confirmed saying that all Pakistan Air Force assets are safe. ( Muhammed Semih U?urlu - Anadolu Agency )

পাকিস্তানের সব থেকে সংবেদনশীল এয়ার বেস হচ্ছে নূর খান এয়ারবেস যার পাশেই রয়েছে সেনার সদর দফতর ,যেটা রাওয়ালপিন্ডি তে অবস্থিত । এই নূর খান এয়ার বেসে বিমান হানার পরিকল্পনা নিয়েছিলেন ,ভারতের চিফ এয়ার মার্শাল অমর প্রীত সিংহ ।সঙ্গে ছিল জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ।তিনি ভারতের সেরা পাইলট দের এই এয়ারবেসে আক্রমণ করার জন্য বেছে নেন,এবং অতন্ত্য সফলতার সঙ্গে তারা আক্রমণ করে নিরাপদে ভারতে ফেরত আসেন ।