দেশে আমদানি কমছে পাম ও শোষিত তেলের

বাণিজ্যিক সূত্রের খবর এপ্রিলে দেশে ভোগ্য তেলের আমদানি ৩২% কমে ৮.৯১ লক্ষ্য টোনে নেমেছে । ভোজ্য টেল আমদানির সংগঠন এস ই এ জানিয়েছে ১ বছর আগে এই আমদানির পরিমান ছিল ১৩.১৮ লক্ষ্য টন ।পাম ও শোষিত তেলের আমদানি কমে যাওয়া এর কারণ ।