সাই সুদর্শনের বিস্ফোরক ব্যাটিংয়ে প্লে অফে চলে গেলো গুজরাট

গতকাল নয়া দিল্লিতে আইপি এলের সেমিফাইনালে নির্দিষ্ট ওভার ব্যাট করে দিল্লি ক্যাপিটালস তোলে তিন উইকেটে ১৯৯ রান । ৬৫ বলে ১১২ রান করে নট আউট থাকেন কেএল রাহুল । কিন্তু গুজরাট টাইটান্স য়ের হয়ে বিস্ফোরক ইনিংস খেলেন সাই সুদর্শন এবং ম্যান অফ দি ম্যাচ হন । গুজরাট ১৯ ওভারে ২০৫ রান করেপ্লে অফে চলে গেলো ।