রাজকুমার -সৃজিতের যৌথ উদ্যোগে নতুন ছবি আসছে

পরিচালক সৃজিতের সাথে এইবার জুটি বেঁধে কাজ করবেন ,দক্ষিণী নায়ক -প্রযোজক কাম পরিচালক রাজকুমার রাও ।ইতিমধ্যে ছবির চিত্রনাট্য সামাজিক সমস্যা নিয়ে শুনিয়েছেন রাজকুমার রাও ।জানা যাচ্ছে সুজিতের সঙ্গে কাজ করতে আগ্রহী রাজকুমার ।তবে রাজকুমারের সাথে অন্য কে থাকবে তা এখনো ঠিক হয়নি ।চলতি বছরের শেষের দিক থেকে শুটিং শুরু হবে ।আজ প্রেক্ষা গৃহে মুক্তি পাচ্ছে রাজকুমার রাওয়ের ভুলচুক মাপ ।