মালয়েশিয়া মাস্টার্স য়ের ফাইনালে ভারতীয় শাটলার কিদাম্বি শ্রীকান্ত ,জাপানি প্লেয়ার তানাকা কে ২১-১৮,
২৪-২২ ফলাফলে হারিয়ে দিয়ে । ৩২ বছর বয়েসী বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপোজয়ী এই শাটলার ৬ বছর পরে ,এই প্রতিযোগিতার ফাইনালে উঠলেন ।জয়ের পরে শ্রীকান্ত বলেন অনেক দিন পর ফাইনালে উঠে আনন্দ হচ্ছে ।আজ ফাইনালে তিনি মুখোমুখি হবেন লি সেন ফেনের ।