খোদ শহর কলকাতা তে বন্ধ হচ্ছে ১৯টি ডাকঘর

গত ১৮ জুলাই পশ্চিমবঙ্গ সার্কেলের চিফ পোস্টমাস্টার জেনারেলের দফতর থেকে কলকাতা অঞ্চলের পোস্টমাস্টার জেনারেলের পাঠানো চিঠিতে ,১৯ টি ডাকঘর কে কাছের বড় ডাকঘরের সাথে মিলিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ।দ্রুতপ্রক্রিয়া টি সারার নির্দেশ দেওয়া হলেও দিনক্ষণ নির্দিষ্ট করা হয়নি । তার আগে হাওড়া অঞ্চলের ৯টি ডাকঘর বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়াহয়েছিল । ১৯ টি যে ডাকঘর সংযুক্ত হচ্ছে পরিষেবা পেতে সেই বড় ডাকঘর রেই যেতে হবে গ্রাহক কে ।