মেট্রোর তিনটি লাইন কমলা ,সবুজ ও হলুদ মিলে মোট ৩০.৬১ কিমি যুক্ত হলো । কমলা লাইনে রুবি থেকে বেলেঘাটা অব্দি ৪.৩৯ কিমি যুক্ত হলো চারটি স্টেশন নিয়ে । চলবে রাত ৮ সকাল ৮ টা অব্দি ৭ টি ট্রেন শনি ,রবি বাদে । সবুজ লাইনে ২.৪৫ কিমি যুক্ত হলো শিয়ালদাহ থেকে এসপ্ল্যানেড ,ভোর ৬ টা থেকে রাত ৯ টা ৪৫ মিনিট অব্দি ১২০ টি ট্রেন চলবে । আর বিমানবন্দর থেকে নোয়াপাড়া অব্দি ৬.৭৭ কিমি পথ যুক্ত হলো চারটি স্টেশন ।এখানে সকাল ৮ থেকে রাত ৮ টা অব্দি ১২০ টি ট্রেন যাতায়াত করবে ।