গত সোমবার এক বিজ্ঞপ্তিতে অর্থমন্ত্রক জানিয়েছে যে ন্যাশনাল পেনশন সিস্টেম থেকে সরে এসে কেন্দ্রীয় সরকারের যেই সব কর্মী ইউনাইটেড পেনশন প্রকল্পে নাম লিখিয়েছেন ,তারা ফের ইচ্ছে করলে এনপি এসে ফিরতে পারবেন তবে সেই সুযোগ চাকরি জীবনে পাওয়া যাবে । তা ছাড়া ফিরে আসার জন্য কর্মীরা অবসরের এক বছর আগে অব্দি সময় পাবেন ,স্বেচ্ছা অবসরের জন্য তা হবে তিন বছর ।উল্লেখ্য গত ১লা এপ্রিল থেকে উপি এস সিস্টেমচালু করেছিল কেন্দ্র ।