উপকরণ :চারটি করে ডিম এবং কাঁচা লঙ্কা ,দুই কাপ করে চালের গুঁড়ো এবং পেঁয়াজ কুঁচানো । সামান্য ধনেপাতা ,হলুদ ,প্রয়োজন মত তেল ,নূন ও এক চামচ বেকিং পাউডার । প্রণালী : প্রথমে ডিম গুলি ফেটিয়ে তার ভিতর পেঁয়াজ কুঁচি ,টমেটোর কুঁচি ,চালের গুঁড়ো ,ধনেপাতা,হলুদ গুঁড়ো ,বেকিং পাউডার এবং নূন মিশিয়ে নিন এর পর করা তে তেল দিয়ে তা ভেঁজে লাল করে পরিবেশন করুন ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...