নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গত রবিবার ভারতের মুখ্য নির্বাচন কমিশনার ভোটের দিনক্ষণ ঘোষণার পরে পরেই গতকাল সমস্ত জেলাশাসক দের কাছে নির্দেশ যায় যে এক লপ্তে কোনো ব্যাঙ্ক একাউন্টে ১০ লক্ষ জমা করলেই তা নির্বাচন কমিশনের আতশ কাঁচের তলায় চলে আসবে । এ ছাড়াও মদ এবং বন্দুকের লাইসেন্স নিয়ন্ত্রণ ,সরকারি ওয়েবসাইট থেকে নেতা মন্ত্রীদের ছবি সরানো ,এবং জেলা ধরে ধরে সুষ্ঠু ভোট পরিচালনা করতে গিয়ে কি কি বিপত্তি আসছে তা ৭ দিনের মধ্যে জানাতে হবে সব জেলাশাসক কে ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...