নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক: গত কাল সন্ধ্যায় আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী কলকাতা শহর ও তার আশেপাশ অঞ্চলে ৬৮ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া ও মুষল বৃষ্টি লন্ডভন্ড করে দিল কলকাতা শহর ও তার আশপাশ য়ের অঞ্চলকে । এই ঝড়ে ধর্মতলা , বিবাদি ব্যাগ সহ বেশ কিছু অঞ্চলে গাছ উপরে পড়ে । মেয়ো রোডে পরে গিয়েছে বাতিস্তম্ভ ও ট্রাফিক সিগন্যালের পোস্ট । শেক্সপিয়ার সরনীতে গাছ পরে রাস্তা বন্ধ হওয়ায় দুর্ভোগে পড়েন শহরবাসীরা । ঝড়ে ওভার হেড তার ছিড়ে শিয়ালদহ মেইন ও দক্ষিণ শাখায় ট্রেন চলা চল স্তব্ধ থাকে ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...