শিশু শিক্ষা ও মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের শিক্ষকেরা মার্চের প্রথম সপ্তাহে ধর্নায় বসেছিলেন বেতন বৃদ্ধির দাবী নিয়ে। গতকাল ছুটির দিন থাকা সত্ত্বেও একই দাবী নিয়ে তারা একটি মিছিলের আয়োজন করেছিল, পরে মিছিল শেষে রানী রাসমণি এভিনিউতে সমাবেশ করেন তারা । গত কাল প্রায় হাজার দুয়েক শিক্ষক শিয়ালদহ থেকে মিছিল করে ধর্মতলার ওয়াই চ্যানেলে এসে প্রথমে ১৫ মিনিট অবরোধ করেন।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...