খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গত কাল পার্ক সার্কাসের এক শপিংমলে সাংবাদিক বৈঠকের মাধ্যমে উদ্বোধন হয় কলকাতা মৎস মহোৎসবের । উদ্বোধন করলেন সাহিত্যিক মণিশঙ্কর মুখোপাধ্যায় । উদ্যোক্তরা জানালেন ১৩ই এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত্য শহরে তাদের ১৫ টি স্টোরে চলবে এই উৎসব। একশো ধরনের মাছ পাওয়া যাবে সুলভ মূল্যে। থাকবে ১৯৯ টাকার উপহার প্যাকেট । মৌরলার দাম কেজি প্রতি ৪৯ টাকা। এছাড়া অনান্য মাছ পাওয়া যাবে কেজি প্রতি ১৪৯ টাকায়।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...