খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল মোহালি ক্রিকেট গ্রাউন্ডে দ্বাদশ আইপিএলে ৮ উইকেটে জয়ী হন বেঙ্গালুরু কিংস ইলেভেন পাঞ্জাব কে হারিয়ে । প্রথম ব্যাট করতে নেমে পাঞ্জাব করে ৪ উইকেটে ৭৩। ক্রিস গেল ৬৪ বলে ৯৯ রান করেন নট আউট থাকেন । জবাবে ব্যাট করতে নেমে রয়াল চ্যালেঞ্জার্স ১৯.২ওভারে ২ উইকেট হারিয়ে করেন ১৭৪ রান । কোহলি করেন ৬৭ এবং ডিভিলিয়ার্স ৫৯* ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...