খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : এক নামজাদা ব্রিটিশ সমীক্ষা সংস্থার করা এক সমীক্ষায় দেখা যায় যে তাদের করা সমীক্ষা থেকে যে তথ্য বেরিয়ে আসছে তাতে ডেটা পরিষেবায় সারা পৃথিবীতে ভারতের খরচ সব থেকে কম । তাদের দাবি ভারতে ১ জিবি ডেটার জন্য খরচ হয় ০.২৬ ডলার । অন্য দিকে ব্রিটেনে তার খরচ ৬.৬৬ ডলার এবং মার্কিন যুক্তরাষ্ট্রে ১২.৩৭ ডলার ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...