খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : কলকাতা পুরসভা সূত্রে জানা যাচ্ছে বালিগঞ্জ পার্ক থেকে বন্ডেল রোড পর্যন্ত ফুটপাথে নতুন করে পেভার ব্লক বসানো হবে ।তার জন্য খরচ ধরা হয়েছে প্রায় ৩ লক্ষ টাকা । পুরসভা সূত্রের খবর ওই এলাকাতে যে জায়গায় পেভার ব্লক গুলি খারাপ হয়েছে ,সেই গুলি হয় মেরামত হচ্ছে না হয় নতুন করে বসানো হচ্ছে পথচারীদের কথা ভেবে ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...