খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : তথ্য প্রযুক্তি সংস্থা উহপ্রো সিদ্ধান্ত নিয়েছে যে বাজার থেকে সংস্থা তাদের শেয়ার কিনে ঘরে ফেরাবে। ১০ হাজার ৫০০ কোটি টাকা মূল্যে ৩২.৩ কোটি শেয়ার বাজার থেকে কিনবে তারা । গত চতুর্থ অর্থবর্ষে জানুয়ারী থেকে মার্চ অব্দি তাদের মুনাফা বেড়েছে ৩৮.৪ শতাংশ। যার অর্থ মূল্য ২,৪৯৪ কোটি টাকা।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...