খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গত বৃহস্পতিবার ভোরে আগুন লেগে কাঁচরা পাড়ার নিউ বিবেকানন্দ মার্কেটের প্রায় ১৭০ টি দোকান পুড়ে যায় । ওই বিবেকানন্দ মার্কেটের বাজারে প্রায় ২৭৮ টি পোশাকের দোকান ছিল । অধিকাংশই পুড়ে ছাই । দমকলের প্রাথমিক ধারণা শর্টশার্কাইট থেকেই আগুন লাগে । দমকলের ৭ টি ইঞ্জিনের প্রচেষ্টায় ৭ ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আসে । ক্ষতির পরিমান প্রায় ১ কোটি টাকা ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...