খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আবহাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে কলকাতা তে ধেয়ে আসছে বৃষ্টি সঙ্গে ৪০-৬০ কিমি বেগে ঝড় । হাওয়া অফিসের ধারণা বৃষ্টির প্রভাব পড়তে পারে বর্ধমান ,বীরভূম ,মালদা ,হাওড়া ,হুগলি ,নদীয়া ,দুই মেদিনীপুর এবং দুই ২৪ পরগনা আর পুরুলিয়া তে । বাঁকুড়া তে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে শিলাবৃষ্টি ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...