খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহার হাত ধরে বর্ধমানের কেতুগ্রামে তৃণমূল পঞ্চায়েত সমিতির সদস্য সহ পাঁচ শতাধিক কর্মী যোগ দিলেন বিজেপি তে । এই ছাড়াও কংগ্রেস ,সিপিএম এবং বামফ্রন্টের অন্য শরিক দল থেকেও কর্মীরা যোগ দিয়েছেন বিজেপিতে । রাহুল সিনহা বলেন শাসক দলের দুর্নীতি থেকে রেহাই পেতেই দলে দলে লোক বিজেপিতে যোগদান করছেন ,উল্লেখ্য ২৯ সে এপ্রিল কেতুগ্রামে লোকসভার ভোট ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...