খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :বীরভূমের তৃণমূল কংগ্রেসের জেলা সভাধিপতি অনুব্রত মন্ডল আগামী ২৯ সে এপ্রিল বীরভূম জেলার লোকসভা ভোটে কেন্দ্রীয় বাহিনী নিয়ে ফের সরব হলেন। বুধবার তারাপীঠে দলীয় কর্মীদের উদ্দেশ্যে পরামর্শ দেন ” দরকার হলে কেন্দ্রীয় বাহিনীকে জেলা শাসকের কাছে নালিশ জানিয়ে গ্রেফতার করিয়ে দিন ”। তিনি তাদের বলেন যে বুথের ভিতর কেন্দ্রীয় বাহিনীর কোন এক্তিয়ার নেই । ঘুরিয়ে প্রিসাইডিং অফিসার দের ও ঠান্ডা সতর্কবার্তা দিয়ে দিলেন তিনি।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...