খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :আজ রাজ্যে লোকসভা উপলক্ষে জনসভ্যয় বক্তৃতা দিতে এসেছিলেন প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী। আজ তার রাজ্যে দুটি জনসভা করেছিলেন ,প্রথম জন সভাটি হয়েছিল , শ্রীরামপুর লোকসবার অন্তর্গত কৃষ্ণরামপুর চণ্ডীতলায় বেলা ২-৪৫ মিনিটে | দ্বিতীয় লোকসভা টি হয়েছে ব্যারাকপুর লোকসভার অন্তরগত ভাটপাড়ায় বিকেল ৪টার সময় ।লোকসভা উপলক্ষে মোদী এখন পর্যন্ত সাতটি জনসভা করেছেন এই রাজ্যে ,আজকের পর ফের ৫ই মে তিনি আসবেন ঝাড়গ্রামে জনসভা করতে ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...