খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : রানাঘাটের বিজেপী প্রার্থী জগন্নাথ সরকার বলেন আমরা আগেই অনুমান করে অভিযোগ করেছিলাম যে রাজ্য সরকার নির্বাচন কে প্রহসনে পরিণত করার জন্য রাজ্য পুলিশের খাকি উর্দ্দির বদলে সেনা বাহিনীর পোশাক পরিয়ে রাজ্য পুলিশ ও সিভিক ভলিন্টিয়ার দের নির্বাচনের কাজে লাগানো হচ্ছে, তৃণমূলকে নির্বাচন এ সুবিধা পাইয়ে দেবার জন্য।নদীয়ার পুলিশ সুপার পোশাক নিয়ে কর্মীদের হয়ে সাফাই দিলে বিজেপী নির্ব্বাচন কমিশনের কাছে নালিশ জানান।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...