খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :কংগ্রেস মুখপাত্র অভিষেক মনু সংভি গত কাল নয়াদিল্লীতে এক সাংবাদিক সম্মেলন করে অভিযোগ করেন তথ্য জানার অধিকার আইনে ঋণ খেলাপীদের তালিকা প্রকাশ করতে শেষ বারের মত রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে দিল সুযোগ দিলো সুপ্রিম কোর্ট ।এই অস্ত্রকে হাতিয়ার করে কংগ্রেস অভিযোগ করেন যে ১০০ জন বড় ঋণ খেলাপীর তালিকা প্রকাশ না করার ক্ষেত্রে আর বি.আই. ও কেন্দ্রীয় সরকারের মধ্যে এক গোপন বোঝা পড়া হয়েছে ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...