খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :সুড়ঙ্গে আচমকা মেট্রো রেল বিকল হলে কি ভাবে যাত্রীদের উদ্ধার করা হবে , তা নিয়ে রবিবার সকালে মহড়া হল এসি মেট্রোর নতুন রেকে । পরিষেবা চালু হওয়ার আগে দমদম ও বেলগাছিয়ার মধ্যবর্ত্তী স্থানে সুড়ঙ্গের মধ্যে ঐ মহড়া হয়। সুড়ঙ্গে থার্ড রেলে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে অল্প সময়ের মধ্যে যাত্রীদের চালকের কেবিনের মধ্যে দিয়ে বার করে আনার মহড়া দেন মেট্রো কর্মীরা।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...