খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : উত্তর প্রদেশ সহ সারা ভারত বর্ষেই বিগত লোকসভা ভোটে শোচনীয় ফল করেছে কংগ্রেস । আজ রায়বেরিলিতে তিনি সোনিয়া গান্ধীর সঙ্গে উপস্থিত ছিলেন ,সেইখানকার ভোটার দের কংগ্রেস কে জেতানোর জন্য ধন্যবাদ দেয়ার সভায় । যে হেতু পূর্ব উত্তর প্রদেশের দায়িত্বে ছিলেন তিনি ,তাই তিনি বলেন যে সব কংগ্রেস কর্মীদের জন্য আজ আমেঠিতে এই হাল হয়েছে কংগ্রেসের সেই নিষ্ক্রিয় এবং বিক্ষুব্ধ নেতাদের তিনি ঠিক খুঁজে বার করবেন এবং শাস্তি দেবেন ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...