খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক:বর্ধমান শহরের ৩৫ নম্বর ওয়ার্ডের আদিবাসীপাড়ার ন’বছরের নাবালিকাকে ধর্ষণ করে খুনের মামলায় ধৃত অশোক তুড়িকে দোষী সাব্যস্ত করল বর্ধমানের পকসো আদালত। পকসো আদালতের বিচারক সুযশা মুখোপাধ্যায় অশোককে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ও পকসো অ্যাক্টের ৬ ধারায় দোষী সাব্যস্ত করেন। আজ, শনিবার সাজা শোনাবেন বিচারক। দোষী সাব্যস্ত হওয়ার পর আদালতের লকআপে ভেঙে পড়ে অশোক।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...