খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক:মেঘালয়তে পাঞ্জাবিদের বসতি নিয়ে উদ্ভূত সমস্যার সমাধানে চার সদস্যের প্রতিনিধি দোল পাঠাচ্ছেন পাঞ্জাবের মুখমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্ডার সিং। দলের নেতৃত্বে থাকছেন পাঞ্জাবের জলসম্পদ মন্ত্রী সুখবিন্দের সিং সরকারিয়া। দলটি মেঘালয়ের মুখমন্ত্রী কনরাড সাংমার সঙ্গে দেখা করবে। দলে দুই সাংসদ রাবনিত সিং বিট্টু, জসবীর সিংহ গিল এবং একজন বিধায়ক কুলদীপ সিং বৈদ রয়েছেন। মেঘালয়ে বসবাসকারী পাঞ্জাবিদের কোনো এক সন্ত্রাসী সংগঠন হুমকি দেওয়ার পরেই পাঞ্জাব সরকার এ পদক্ষেপ নিয়েছেন।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...