খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক:রবিবার থেকে ৩ মাসের জন্য বন্ধ হতে যাচ্ছে ডুয়ার্সের বনাঞ্চল। তবে বেড়াতে আসার পর্যটকদের কথা মাথায় রেখে খোলা থাকছে বোন উন্নয়ন কমিটিতে পরিচালিত প্রতিটি পর্যটক আবাস। গভীর জঙ্গলে প্রবেশাধিকার না পেলেও চাইলে এলাকার বাইরে থেকে বর্ষার জঙ্গল উপভগ করতে পারবেন পর্যটকরা। গভীর জঙ্গলে প্রবেশাধিকার প্রজন ঋতুর কথা মাথায় রেখেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। বেশ কয়েক বছর ধরে বর্ষার এই সময় ডুয়ার্সের জঙ্গল পর্যটকদের জন্য বন্ধ রাখা হয়ে।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...