খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : ১৯৭২ সালে রথ যাত্রার মাধ্যমে ১২ জুলাই কলকাতার আলবার্ট রোডের ইস্কন মন্দির বিশ্বে প্রতিষ্ঠা পায় । ৩সি আলবার্ট রোডের এই মন্দির টি রাধা গোবিন্দ মন্দির নামেই পরিচিত । ১৯৭২ সালের ১২ জুলাই ৩০ ফুট উচি একটি সুসজ্জিত রথে ভক্তরা আলবার্ট রোড থেকে জগন্নাথ দেবের রথ কে টেনে নিয়ে সারা শহর পরিক্রমা করেন । এই রথটি পুরীর জগন্নাথ দেবের রথের অনুকরণেই তৈরী ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...