খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : মহেন্দ্র সিংহ ধোনি ১৯৯৯-২০০০ সিজিনে বিহারের হয়ে প্রথম রণজিৎ ট্রফি খেলার সুযোগ পান । সেই খেলার দ্বিতীয় ইনিংসে তিনি ৬৮ নোট আউট করেছিলেন । ২০০০-০১ সালে তিনি প্রথম বাংলার বিরুদ্ধে সেঞ্চুরি করেন কিন্তু তার টিম বাংলার কাছে হেরে যায় । তার ২০ বছর বয়েসে তিনি ভারতীয় রেলের দক্ষিণ পূর্ব জোনে খড়্গপুরে ট্রাভেলিং টিকিট এক্সামিনারের চাকরি পান স্পোর্টস কোটা তে ,তিনি রেলওয়েজ কে প্রতিনিধিত্ব করেন ২০০১-০৩ পর্যন্ত ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...