খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : সৌরভ গাঙ্গুলী ১৯৯০ থেকে ২০১০ অব্দি বাংলার হয়ে রণজিৎ ট্রফি খেলেছেন এবং অধিনায়কত্ব করেছেন । ২০০০ সালে ইংল্যান্ড কাউন্টি ক্রিকেটে লঙ্কাশায়েরের হয়ে প্রতিনিধিত্ব করেন । ২০০৫ সালে তিনি প্রতিনিধিত্ব করেন গ্লামারগানের হয়ে । ২০০৬ সালে তিনি ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে প্রতিনিধিত্ব করেন নর্থাম্পটন শায়রের হয়ে । ২০০৮ -২০১০ তিনি কলকাতা নাইট রাইডার্স দলের অধিনায়ক ছিলেন এবং আইপিলে অংশগ্রহণ করেন এবং ২০১১-১২ সালে তিনি আইপিএলে পুনে ওয়ারিয়র্স হয়ে অংশগ্রহণ করেন ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...