বিশ্বের সব দেশের জনসংখ্যার শতাংশ

খবর  ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  :  বর্তমানে এপ্রিল ২০১৯ সালে  বিশ্বের জনসংখ্যা  এসে দাঁড়িয়েছে  ৭৭০ কোটি তে । বিশ্বের  জনসংখ্যা  মানব  সভ্যতার প্রথম ২০ হাজার বছরে ছিল  ১০০ কোটি , কিন্তু  পরবর্তী ২০০ বছরে  সেটি  বিপুল আকারে বেড়ে হয়েছে  ৭০০ কোটি । বিশ্বের  জনসংখ্যা  বৃদ্ধির  মধ্যেও  ১৩১৫-১৩১৭সালে  প্রচুর লোক মারা  যায়  বিশ্ব ব্যাপী  খোঁড়ার  প্রকোপে ,এবং ১৩৫০ সালের  শেষ অনাহারে  এবং অপুষ্টিতে  ৩৭ কোটি  লোকের মৃত্যু হয় । ১৯৫৫-১৯৭৫ মধ্যে সব থেকে বেশি জনসংখ্যা বৃদ্ধি পায়  তার % ছিল ১.৮ প্রতি বছর । কিন্তু ১৯৬৫-১৯৭০ সেটি গিয়ে দাঁড়ায় ২.১ % প্রতি বছর ,কিন্তু  ২০১০-২০১৫ এই জনসংখ্যা বৃদ্ধির হার কমে গিয়ে হয় ১.২%।