খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : ১৯৪৭ সালের ১৫ অগাস্ট ভারতবর্ষ ব্রিটিশ রাজত্ত্ব থেকে স্বাধীন হয় , এই স্বাধীনতা পাওয়ার পথে ভারতের জাতীয় কংগ্রেস মহাত্মা গান্ধীর নেতৃত্বে এবং চাচা নেহেরু , সর্দার বল্লভভাই প্যাটেল ,সুভাষ বসু সহ বিভিন্ন ব্যক্তিত্বের অবদান আছে । তার পাশাপাশি বাংলা ,পাঞ্জাব এবং উত্তর প্রদেশের বেশ কিছু সশস্ত্র বিপ্পবীরাও ভারত মাতা কে মুক্ত করার জন্য সশস্ত্র বিপ্লব করেছিলেন ইতিহাসে তাদের অবদান ও ভোলার নয় ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...