ডাক্তার সর্বপল্লী রাধাকৃষ্ণণ

খবর  ঘন্টায়  ঘন্টায়  ওয়েবডেস্ক  :  ডাক্তার  সর্বপল্লী  রাধাকৃষ্ণণ  ছিলেন  একজন আদর্শী  শিক্ষাবিদ  দার্শনিক ,রাজনীতিবিদ  এবং অধ্যাপক । তিনি  জন্মেছিলেন  তামিলনাড়ুর  তীরুতান্নি  তে ৫ই  সেপ্টেম্বর  ১৯৮৮ তে  এবং তার  মৃত্যু  হয় ১৭ এপ্রিল  চেন্নাই  তে ১৯৭৫ সালে । তিনি  ছিলেন  স্বাধীন ভারতের  প্রথম  উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি । তিনি ১৯৫৪ সালে  ভারত  রত্ন  সম্মানে ভূষিত  হয়েছিলেন  এবং ১৯৭৫ সালে টেম্পলেটন প্রাইজের  অধিকারী  হন ।