খাবার ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : এই পুজোটি এই নিয়ে ২৩ তম বর্ষে পদার্পন করলো । পুজোটি অনুষ্ঠিত হয় লোখান্ডওয়ালা কমপ্লেক্সের বাগানে । এই পুজোটি বিখ্যাত গায়ক অভিজিৎ ভট্টাচার্জি পুজো হিসাবে পরিচিত । তিনি নিজে ৭ দিন ধরে দাঁড়িয়ে থেকে দূর্গা পুজোটি পরিচালনা করেন । প্রতিদিন এইখানে দুপুরে অতিথি অভ্যাগতদের খাওয়ানোর বন্দোবস্ত আছে ।অভিজিৎ বাবু নিজে দাঁড়িয়ে থেকে তা পরিদর্শন করে এই ছাড়া ঢাক বাজানো ,ধুনুচি নাচ এবং বিসর্জনের নেতৃত্বে ও তিনি থাকেন ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...