সিঁথি অগ্রগামী সংঘ

খবর  ঘণ্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  :  এইবার এই সর্বজনীন  পুজোটি ৬৯ তম  বর্ষে পড়লো । এই বারের থিম আমি দূর্গা । পুরান  মতে  অশুভ শক্তির দমনেই  আবির্ভাব হয় মা  দূর্গা ,কিন্তু সাধারণ মেয়ের মধ্যেও যে মা দুর্গার  শক্তি লুকিয়ে সেটাই  ফুটিয়ে তোলার চেষ্টা করবে  উদ্যোক্তারা ।কাগজের  মন্ড ,মাটির  তৈরী  মডেল  দিয়েদেখানো  হবে ছোট ছোট মেয়েদের ,যাদের কপালে ত্রিনিয়ন আঁকা । মেয়েবেলায়  খেলা  করা সেই মেয়েদের মধ্যেই যে প্রতিবাদী ও দূর্গা  হয়ে ওঠার  বীজ  লুকিয়ে  তাই দেখানো হবে । প্রতিমার হাতে  থাকছে  জয়শঙ্ক  থাকছে না কোনো  অসুর ।