খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : বাঁকুড়ার বিষ্ণুপুরের মল্ল রাজাদের এই পুজো ৯৯৭ ক্রিস্টাব্দে শুরু করেন মল্ল রাজ্ জগৎ মল্ল। মল্ল পরিবারে ১৯ তম রাজা জগৎ মল্ল ৯৯৪ সালে রাজস্থানের জয়পুর থেকে তার রাজধানী সরিয়ে আনেন বিষ্ণুপুরে এবং ৯৯৭ সালে মন্দির প্রতিষ্ঠা করে দূর্গা পূজা প্রচলন করেন । এই খানে দূর্গা পূজা হয় বলি নারায়ণী মতে ,কিন্তু মল্ল রাজা হাম্বির বৈষ্ণব ধর্মে দীক্ষিত হওয়ার পরে এই পুজোতে বলি বন্ধ হয়ে যায় । এই পুজোর বৈশিষ্ট হলো পট পুজো ,বড় ঠাকুরন মেজ ঠাকুরন ও ছোট তাকুড়োন নামের তিনটি পট প্রতিষ্ঠা করা হয় দেবী দুর্গার পাশে । অষ্টমী এবং নবমীর সন্ধিক্ষণে এই খানে কামান দেগে সন্ধিপুজো সুর হয় ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...