খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক:আইন জীবী হিসাবে গান্ধীজী দাদা আবদুল্লা এন্ড সন্সয়ের হয়ে দক্ষিণ আফ্রিকায় পারি দেন ১৮৯৩ সালে। কিন্তু ডারবানে আদালতে তাকে ইংরেজ বিচারক পাগড়ী খুলে ফেলতে বললে তিনি কোর্ট রুম থেকে প্রতিবাদে বেরিয়ে আসেন। তারপর ট্রেনে ও তাকে বর্ণবৈষম্যের শিকার হতে হয়। হোটেলেও তাকে একই অবস্থায় পড়তে হয়। ভারতীয়দের দক্ষিণ আফ্রিকায় ভোটাধিকার ছিল না। এই সমস্ত অব্যবস্থার বিরুদ্ধে তিনি সমগ্র ভারতীয়দের একত্রিত করেন ও ১৮৯৪ সালে নাটাল ইন্ডিয়ান কংগ্রেসের প্রতিষ্ঠা করেন ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...