খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : বরানগর থানার পাশ দিয়ে ঢুকে নেতাজি কলোনি লো ল্যান্ডের পুজো এই এলাকার একটি আকর্ষণীয় দূর্গা পূজা । এবার তাদের ভাবনা দুর্গে দূর্গা । বিশাল জলাশয়ের পাশে একটি বিশাল দুর্গ করা হয়েছে তার ভিতরে ভারতের বিভিন্ন মন্দিরেরশান্তির প্রতীক হিসাবে তৈরী হয়েছে শেতপাত্রের মন্দির যার অন্দর মহলের প্রতিটি কোনায় থাকবে মডেলের মাধ্যমে হিন্দু স্থাপত্যের নিদর্শন ।থাকবে ৫ টি দুর্গার রূপ পাথরের প্রতিমার গায়ে থাকবে পাথরের গয়না ,প্রতিমা দেখে মনে হবে জয়পুরের গোলাপি মার্বেলের তৈরী সঙ্গে থাকছে চন্দন নগরের আলোকসজ্জা ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...