খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : ৫৫০ বছরের পুরোনো এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিল তখন কার দিনের ডাকাতেরা । তারা কালিমা পুজো করে ডাকাতির উদ্দেশ্যে রওয়ানা দিত ।কথিত আছে এই মন্দিরের চাতালে ৫ টি নরমুণ্ড পোতা আছে ,তাই এই মন্দিরের আরেক নাম পঞ্চমুন্ডের পীঠস্থান । স্বর্ণলংকা ও ফুলমালায় সজ্জিত এক কাঠামো কে নিত্যদিন পুজো হয় ।বৈশিষ্ট্য হলো কালীপূজার দিন মন্দিরে এই মাটির প্রতিমা তৈরী করে ওই রাতেই বিসর্জন দিয়ে দেয়া হয় ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...