খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :সুপ্রিম কোর্টের অযোধ্যা মামলার রায়ের পরে আরএসএস প্রধান স্পষ্ট করে বলেন যে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের এখন প্রধান লক্ষ্য হচ্ছে রাম মন্দির নির্মাণ করা । পাশাপাশি তিনি দেশের নাগরিকদের কাছে শান্তি এবং সম্প্রীতি রক্ষার আবেদন জানিয়ে বলেন এই রায় কে কারুর জয় অথবা কারুর পরাজয় এই দৃষ্টিভঙ্গিতে দেখা উচ্ছিত নয় ,এই মামলায় সহযোগিতা করার জন্য তিনি সবকটি পক্ষ কে অভিনন্দন জানাচ্ছেন আরএস এস য়ের তরফে ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...