খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : ঘূর্ণিঝড় বুলবুলের দাপটে গত শনিবার রাতে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর মিলে প্রায় ৯০০ টি মোবাইল টাওয়ার অকেজো হয়ে পরে । ঝেড়ো হওয়ার পাশাপাশি ওই সব এলাকাতে বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হওয়ার পাশাপাশি অকেজো হয়ে পরে টাওয়ার গুলি ।টেলিকম বিশেষজ্ঞ রা বলেন ঝড় থেমে যাওয়ার পরে সেই সব বন্ধ টাওয়ার অন্তত কিছুটা চালু হয়ে যাবে।
রাজ্য
নব রূপে সজ্জিত হতে চলেছে এসপ্লানেড চত্বর
এসপ্লানেড চত্বরে পরিবেশ দূষণ রুখতে পর্যাক্রমে বাস স্ট্যান্ড সরিয়ে নিয়ে যাওয়ার কথা আদালত কে জানিয়েছেন ,রাজ্য সরকার ।মেট্রো সঙ্গে ১) নেওয়া পাড়া -দক্ষিনেশ্বর ২)...