খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : ডিরেক্টর জেনারেল ও গুডস এন্ড সার্ভিসেস ট্যাক্স ইন্টেলিজেন্সের ( ডিজিজি আই ) কলকাতা শাখা এক ব্যবসায়ী কে গ্রেপ্তার করলো জিএসটি ফাঁকি দেয়ার অভিযোগে । গত ৭ ই নভেম্বর ওই ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয় । শুক্রবার তাকে শেয়ালদা আদালতে তোলা হলে বিচারক তাকে ২২ সে নভেম্বর পর্যন্ত ডিজিজি আইয়ের হেপাজোতে রাখার নির্দেশ দিয়েছে ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...