খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : কলকাতা তে বৈদ্যুতিক ট্রাম চলার ১১৭ বছর পূর্তির উপলক্ষে বিশেষ ফার্স্ট ডে কভার প্রকাশ করলো ডাক বিভাগ । এই দিন একটি বাতানুকূল ট্রাম্প এসপ্ল্যানেড থেকে খিদিরপুর অব্দি যায় । সেইখানে ডাক ও পরিবহন আধিকারিক দের উপস্থিতিতে ওই কভার প্রকাশ করেন পশ্চিমবঙ্গ সার্কেলের চিফ পোস্টমাস্টার জেনারেল গৌতম ভট্টাচার্জি ।
রাজ্য
রাজ্য সরকার শিক্ষকদের বিরুদ্ধে কঠোর মনোভাব নিলো
ভারতীয় ন্যায় সংহিতার ধারা তে সরকারি কাজে বাঁধা সম্পত্তি ভাঙ্গচুর ,সরকারি কর্মীদের আটকে রাখা।অনাধিকার প্রবেশ সহ বিভিন্ন ধারা তে ১৭ জন শিক্ষকের বিরুদ্ধে বিধাননগর...