খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল গুজরাটে পরে আজ দিল্লিতে তীব্র ভূমিকম্প অনুভূত হয় । শুধু দিল্লিতেই নয় তার আসে পাশের অঞ্চল সারা উত্তর ভারত জুড়ে লখনৌ ,মোরাবাদ সহ সমস্ত উত্তর ভারতের শহরগুলিতে তীব্র ভূমিকম্প অনুভূত হয় । এই ভূমিকম্পের পরে তীব্র আতঙ্ক ছড়িয়ে পরে ভয়ে ঘরবাড়ি অফিস ছেড়ে সকলে রাস্তায় নেমে আসে । প্রশাসন সূত্রে জানা গিয়েছে এই ভূমিকম্পের ফলে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...