খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : বিএসএনেলের অস্থায়ী কর্মীরা গত ৭ মাস ধরে কোনো বেতন পাচ্ছেন না । ডুয়ার্স সহ জলপাইগুড়ির প্রায় ২৫০ অস্থায়ী বিএসএনএল কর্মী তাই আজ দফতরে তালা লাগিয়ে ,সারাদিন ধরে বিক্ষোভ ও ধর্মঘট করেন । সম্প্রতি তাদের ৭ জন সহকর্মী দেনার দায়ে আত্মহত্যা করেছেন ।তারা দৃপ্ত কণ্ঠে স্লোগান তোলেন হয় বকেয়া বেতন দিন নয়তো মৃত্যু বরণের অনুমতি দিন । দৃপ্ত কণ্ঠে তারা এই স্লোগান তুলে ধরেন ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...