খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আগামী ৩০ শে নভেম্বর চিত্তরঞ্জন থেকে কেন্দ্রের আর্থিক নীতি ও রাষ্ট্রয়াত্ত্বি সংস্থা বেসরকারী হাতে তুলে দেওয়ার প্রতিবাদে লংমার্চ ” শুরু করছে বাম শ্রমিক সংগঠন গুলি ” তারই প্রস্তুতি হিসাবে ২৫ শে নভেম্বর মৌলালী যুবকেন্দ্রে এক কনভেশন করবে বাম যুবরা আমন্ত্রণ করা হয়েছে প্রদেশ যুব কংগ্রেস নেতৃত্বে। মঙ্গলবার দীনেশ মজুমদার ভবনে ছয়টি যুব প্রতিনিধি দেড় সাথে বৈঠক এ বসেছিল প্রদেশ যুব সভাপতি শাদাব হোসেন ও সহ সোভাপতি সায়নদীপ মিত্র। সেখানে ঠিক হয় অভিন্ন কর্মসূচী ঠিক করে কেন্দ্রের আর্থিকনীতির রাজ্যের উদাসীনতার প্রতিবাদে রাস্তায় নামবে তারা।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...